কোটার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

 

কোটা আন্দোলন



সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (বিজয় তোরণ) সামনের সড়ক অবরোধ করে মোমবাতি প্রজ্বলন করেছেন তারা। এর আগে হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক পার হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবস্থান করেন।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘#কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

পরে প্রকাশিত পূর্বে প্রকাশিত
No Comment
Add Comment
comment url