কর্মকর্তাদের উদাসীনতায় ঝুলে আছে শূণ্যপদে বদলীর সংশোধিত নীতিমালা
ডেস্ক রিপোর্টঃ
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতায় ঝুলে আছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলীর সংশোধিত নীতিমালা। এমন অভিযোগ করছে বদলী প্রত্যাশী এমপিওভুক্ত একাধিক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ ইতোমধ্যে পারস্পরিক বদলী নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় যা তাদের কোন উপকারে আসবে না। তাই তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে দফায় দফায় শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করে এই নীতিমালা সংশোধনের জন্য।
ইতোমধ্যে বদলী প্রত্যাশী শিক্ষকেরা শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎও করেছে। ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন শূণ্যপদে বদলী নীতিমালা করার জন্য। কিন্তু, এখন পর্যন্ত সেই শূণ্যপদে বদলী নীতিমালা আলোর মুখ দেখেনি।
শিক্ষকদের অভিযোগ কর্মকর্তারা সবকিছু প্রস্তুত করেও বদলী আদেশ বা প্রজ্ঞাপন দিচ্ছেন না। এর জন্য তারা কর্মকর্তাদের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করছেন। কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকায় বদলী প্রজ্ঞাপন দ্রুত হচ্ছে না বলেও অভিযোগ করেন এক শিক্ষক নেতা।
এ বিষয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা বলেন “উর্দ্ধতন কতৃপক্ষের লিখিত আদেশ পেলে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
এদিকে শিক্ষা উপদেষ্টার নির্দেশনা থাকা সত্ত্বেও শূণ্যপদে বদলীর নীতিমালা প্রকাশ না হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েছে বদলী প্রত্যাশী শিক্ষকেরা। তারা দ্রুতই প্রজ্ঞাপন চান। দ্রুত প্রজ্ঞাপন না হলে আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দিয়েছে বদলী প্রত্যাশী শিক্ষকেরা।